ফেসবুকে পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন (শুক্রবার) রাতে সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নেতার নামা আবুল কালাম আজাদ। তিনি উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সেটির ফেসবুক শেয়ারের কমেন্ট বক্সে আবুল কালাম আজাদ লেখেন, ‘আই মুতি চবি তলুম’। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা শনিবার সন্ধ্যায় তার মোবাইল ফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে। এরপর আজ সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের আগে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আবুল কালাম আজাদ চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বিএনপির রাজনীতি করেন।’

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপাতত তাকে ৬৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংকগুলো কোথায় থেকে আসছে এবং তার বিরুদ্ধে আর কী কী অভিযোগ আছে, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’