সড়ক ছেড়ে দোকানে বাস, আহত ৭ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত সাত জন আহত হন। 

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসুরহাট-কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, কিাল ৪টার দিকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি স্টেশনারি দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ সাত জন আহত হন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাসটি চালকের সহকারী চালাচ্ছিল। 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক এবং ব্যবসায়ীসহ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।