বন্দি মায়ের সঙ্গে কাটবে ঈদ, পাবে নতুন জামা

চট্টগ্রাম বিভাগের ১১টি কারাগারের মধ্যে ১০টি কারাগারে বন্দি মায়েদের সঙ্গে শিশু-সন্তানরাও আছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই এমন শিশু আছে ৬৯ জন। বাকি কারাগারগুলোতে আছে ৮৮ জন। বিভাগের ১১টি কারাগারে এবার তাই বন্দি মায়ের সঙ্গে ঈদ কাটবে ১৫৭টি শিশুর।

এর মধ্যে কক্সবাজার কারাগারে আছে ৪৮টি শিশু, খাগড়াছড়ি কারাগারে ২ জন, বান্দরবানে ২ জন, কুমিল্লায় ৮ জন, ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ৪ জন, চাঁদপুরে ৯ জন, নোয়াখালীতে ৭ জন, ফেনীতে ৪ জন ও লক্ষ্মীপুরে ৩ জন।

চট্টগ্রাম বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ উপলক্ষে চট্টগ্রাম বিভাগের ১১টি কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের নতুন পোশাক দেওয়া হয়েছে। ঈদের দিন ওই শিশুদেরসহ সব বন্দিদেরই উন্নতমানের খাবার দেওয়া হবে।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৬৯ জন শিশু আছে মায়ের সঙ্গে। যাদের বয়স ৬ বছরের বেশি নয়। ঈদ উপলক্ষে সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে এসব শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। এছাড়া, ঈদ উপলক্ষে সব বন্দিদেরই উন্নতমানের খাবার দেওয়া হবে।

তিনি আরও জানান, ঈদের দিন সকালে থাকবে সেমাই, মুড়ি। দুপুরে পোলাও, মাংস, ডিম ও সালাদ। খাওয়ার পর দেওয়া হবে পান-সুপারিও। রাতের মেনুতে রয়েছে ডাল, ভাত ও মাছসহ অন্য আইটেম। কারা সদর দফতরের নির্দেশনা অনুযায়ী এসব খাবার দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে থাকা সব শিশুকে নতুন পোশাক দেওয়া হয়েছে। এছাড়া এসব শিশুর লেখাপড়ার বই, খাতা, কলমসহ যাবতীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়।’

উল্লেখ্য, ওই ১১টি কারাগারে বন্দি আছে প্রায় ১৮ হাজার। এর মধ্যে পুরুষ সাড়ে ১৭ হাজার, নারী ৭৩০ জন।