বান্দরবানে পর্যটকদের ভিড়

প্রতি বছরই ঈদ আনন্দ উপ‌ভোগ কর‌তে বান্দরবা‌নের পর্যটন কেন্দ্রগু‌লো‌তে ছু‌টে আ‌সেন হাজা‌রও পর্যটক। এবারও ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, বগালেক, শৈলপ্রপাত, প্রান্তিক লেক ও দেবতাকুমসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে ঘুরছেন ভ্রমণপিপাসুরা।

স‌রেজ‌মি‌ন দেখা গে‌ছে, ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনীয় পর্যটন স্পটগু‌লো। প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে ঘুরে বেড়াচ্ছেন তারা।

লা‌মিয়া নামে এক পর্যটক বলেন, ‘বান্দরবা‌নের প্রতি‌টি পর্যটন কেন্দ্রই খুব সুন্দর। এগুলো নজর কা‌ড়ে সবার। আমি প্রতি বছরই ঘুরতে আসি।’

দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনী স্পটগু‌লো

ঢাকা থে‌কে আসা আখতার উস সামাদ ব‌লেন, ‘এবা‌রের ঈ‌দে সপ‌রিবা‌রে বেড়া‌তে এ‌সে‌ছি। ই‌তোম‌ধ্যে মেঘলা, নীলাচল ও নীল‌গি‌রিসহ বেশ ক‌য়েক‌টি পর্যটন কেন্দ্র ঘু‌রে দেখেছি।’

এদিকে প্রতিবা‌রের মতো এবারও পর্যটক থাক‌লেও, তার ম‌ধ্যে ভ্রাম্যমাণ পর্যটকদের সংখ্যা বেশি ব‌লে জানা‌লেন বান্দরবান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপ‌তি অমল কা‌ন্তি দাশ। 

পর্যটন স্পটগুলোতে ঘুরছেন ভ্রমণপিপাসুরা

তি‌নি ব‌লেন, ‘বান্দরবা‌নে এবার ভ্রাম্যমাণ পর্যটক বে‌শি হওয়ায় বান্দরবা‌নের আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউজগুলোতে আশানুরূপ বুকিং নেই।’

ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জো‌নের পু‌লিশ সুপার আব্দুল হালিম জানান, পর্যটক‌দের নিরাপত্তার কথা ভে‌বে এবার আমরা ট্যুরিস্ট পু‌লি‌শের ঈ‌দের ছু‌টি বা‌তিল ক‌রো হয়েছে। সবাইকে পর্যটক‌দের নিরাপত্তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।