হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন। রবিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে তাকে হাজির করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম জানান, ২০১৯ সালের ২৭ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর বাইল্যাছড়া এলাকার আবদুল করিমকে শত্রুতার জেরে একই এলাকার মঞ্জুর প্রকাশ (৪৫) ও তার স্ত্রী আমিনা খাতুন (৪০) এবং তাদের ছেলে মো. ফোরকান (২৬) মিলে মাথায় আঘাত করে হত্যা করে। ওই মামলায় সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সে হিসেবে আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, টেকনাফের একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। গত ১৫ জুলাই কাশিমপুর উচ্চ নিরাপত্তা কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে আনা হয়। লিয়াকত আলী মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। চলতি বছরের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় ছয় জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিলেন বিচারক।