পাহাড়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যদের মধ্যে গোলাগুলিতে উত্তম ত্রিপুরা (২৬) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ জুলাই) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উত্তম ত্রিপুরা পার্শ্ববর্তী হেডম্যান পাড়ার সুনিল ত্রিপুরার ছেলে। 

তাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার ত্রিপুরা জানান, ভোর ৫টা থেকে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে প্রায় আধাঘণ্টা গোলাগুলি হয়। এ ঘটনায় ইউপিডিএফ কর্মী উত্তম কুমার ত্রিপুরা ঘটনাস্থলেই মারা গেছেন।

মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে একজনের লাশ ও একটি রাইফেল পড়ে থাকতে দেখা গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।