বেগমগঞ্জ থানার ২ এসআই প্রত্যাহার 

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও জাহিদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, শনিবার (১৬ জুলাই) রাতে প্রশাসনিক কারণ দেখিয়ে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামের নির্দেশে ওই দুই কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

জানা গেছে, গত ৭ জুলাই বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহাব্বতপুর গ্রামে হাসিবুল বাশারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের ইউনুস মৌলভীর বাড়ির মৃত আবুল বাশারের ছেলে। 

ওইদিন রাতে বাশারের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই কামরুজ্জামান। এছাড়া গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এসআই জাহিদ হোসেন।

মামলার প্রধান আসামী হাসানসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রধান আসামি হাসান (৩১) এবং জয় (২১) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।