চট্টগ্রাম বন্দরে আরও ২ কনটেইনার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বন্দরে সুতা ও কাঁচামালের ঘোষণায় আনা আরও দুটি কনটেইনার থেকে বিদেশি মদ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কাস্টম গোয়েন্দা ও কাস্টম কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে মদ ভর্তি এ দুই কনটেইনার জব্দ করে।  

মদের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউজ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি মদের দুটি কনটেইনার জব্দ করা হয়। এ চালানের জন্য এখনও বিল অব এন্ট্রি দাখিল হয়নি। তার আগেই আটক করা হয়।’

চালান দুটি নীলফমারী উত্তরা ইপিজেডের প্রতিষ্ঠান ডং জিং ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড এবং মোংলা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে আনা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরে গত তিন দিনে এ নিয়ে পাঁচ কনটেইনার মদের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।