অস্ত্র কেনাবেচার সময় কিশোর গ্যাংয়ের ৩ জন গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র কেনাবেচার সময় দুটি পাইপ গানসহ কিশোর গ্যাংয়ের তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন- উপজেলার নদনা ইউনিয়নের পূর্ব কালুয়াই গ্রামের রফিক উল্লাহর ছেলে ফাহাত হোসেন (১৯), শারাফত হোসেনের ছেলে মো. নাহিদ (১৯) ও আসলাম মিয়াজী বাড়ির সারাফতের ছেলে মো. আজিম (২০)। 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে এসআই তানভীরুল হক চৌধুরী, এসআই মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাদের গ্রেফতার করে। এ সময়  ফাহাতের হাতে থাকে একটি সাদা রঙয়ের শপিং ব্যাগ থেকে দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ করলে আজিম জানায়, তার বসতবাড়ির রান্না ঘরের মাচার ওপর দেশীয় তৈরি আরেকটি লোহার পাইপগান আছে। পরে সেখান থেকে সেটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।