বাবা হত্যার বিচার দাবিতে সড়কে ৩ সন্তান

বাবা হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বুকে ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে তিন সন্তান। তারা হাটহাজারী থানার চিকনদন্ডি ইউনিয়নের বাসিন্দা নিহত আব্দুল হালিম রুবেলের ছেলে-মেয়ে। বুধবার (৩ আগস্ট) বিকাল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বুকে ফেস্টুন নিয়ে তারা পিতা হত্যার বিচার চান। মানববন্ধনে ছিল নিহত রুবেলের মেয়ে সানজু আকতার (১১), তানজু আকতার (৯) ও ছেলে আরিফ উদ্দিন (৭)।
 
ওই কর্মসূচিতে কর্মসূচিতে রুবেলের বৃদ্ধ মা আনোয়ারা বেগমসহ স্বজনরাও উপস্থিত ছিলেন।
 
হত্যাকাণ্ডের শিকার রুবেলের মেয়ে সানজু বলে, আমার বাবাকে যারা খুন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করতে হবে। 

এ সময় মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে কোনও কারণ ছাড়াই সন্ত্রাসীরা খুন করেছে। আমি আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেক আসামির বিরুদ্ধে মামলা করেছি। পাঁচ জনকে গ্রেফতার করা হলেও বাকিরা ঘুরে বেড়াচ্ছে। 

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি আব্দুল হালিম রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে অপর লিজ ব্যবসায়ী মো. দিদারের বাদানুবাদ হয়। এর জের ধরে ওইদিন রাত ১১টার দিকে রুবেলকে নিজ বাড়ি থেকে ডেকে এনে হাটহাজারীর নতুনপাড়ায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়।