পাহাড় কাটা: চসিক কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মামলা

পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তাছলিমা বেগমসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১০ আগস্ট) নগরীর আকবর শাহ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামি হলো— আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২৬)। পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।IMG-20220810-WA0018(1)

মামলার এজাহারে বলা হয়, নগরীর আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন স্পটে অনুমোদনহীনভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হয়। গত ৮ আগস্ট পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে পরিদর্শন টিম পাহাড় কাটার সত্যতা পান।

পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগেও তাদের পাহাড় কাটার বিষয়ে সতর্ক করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ অধিদফতর থেকে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরিবেশ অধিদফতরের মামলাগুলো সংস্থাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।’