প্রেমের বিয়ে, শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. এমরান হোসেন মুন্না (২৭)। তিনি উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্লাহর ছেলে।

নিহতের বাবা দাবি করেন, চার বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে মুন্না। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ দেখা দেয়। কলহের জেরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলছিল। দুদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যান মুন্না। সোমবার ভোরে সেখান থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

আহমদ উল্লাহ আরও অভিযোগ করে বলেন, ‘মুন্না আত্মহত্যা করেনি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে।’

এ দিকে মুন্না গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন শ্বশুর মোরশেদ আলম মুসা।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’