‘দেশের সব মেগা প্রকল্প শেষের পথে, এরপর আয় আসবে’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তারই সুযোগ্য মেয়ে শেখ হাসিনা প্রায় সময় বলেন, আমরা জনগণের সেবক হতে চাই। যদিও বিরোধীরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। আমাদের অর্থনীতির ভিত অনেক বেশি মজবুত ও চাঙা। আমাদের মাসিক রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের ওপরে। বছরে ২৪ বিলিয়ন ডলার আসছে। রফতানি বেড়েছে। আমাদের মেগা প্রকল্পগুলো সব শেষের পথে। এসব প্রকল্প থেকে আয় আসবে।’

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মেগা কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের কালো অধ্যায়। ওই রাতে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছিল। দেশি ও বিদেশি চক্র ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে ছিলেন বিধায় বেঁচে গেছেন।’

সাইফুজ্জামান বলেন, ‘কর্ণফুলীর চিত্র দেখলেই বোঝা যায়, কীভাবে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সবাইকে ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে। আগামী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা জানুয়ারির জাতীয় নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এম এ ইসলাম, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, সহ-সভাপতি এস এম সালাহ, সেলিম উল্লাহ খান, এস এম হোসেন, প্রমুখ।