চালের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মুদি, চালের বাজার, মিষ্টির দোকান ও খাবারের হোটেলসহ মোট সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের বেশি দাম রাখায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহরের আনন্দবাজার, সড়কবাজার ও মহাদেব পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দ্রব্যমূলের দাম বেশি রাখার দায়ে শহরের আনন্দবাজারের চাল ব্যবসায়ী আব্দুর রহিম মিয়াকে ৫০ হাজার, সঞ্জয় সাহাকে এক হাজার, মুদি মালের ব্যবসায়ী রঞ্জন পালকে দুই হাজার, নূর মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে সড়ক বাজারের অমৃত হোটেলকে ১০ হাজার, মহাদেব পট্টির মিষ্টির দোকানি সতিষ মোদককে পাঁচ হাজার ও নারায়ণ মোদককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট।

আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বাজার পর্যবেক্ষণের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।