বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুই জেলে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দমার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মাইন উদ্দিন ও নতুন সুখচর গ্রামের মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন—মো. বেলাল ও মো. শরীফ।

জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‌‘এফবি সিরাজ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে যান ১৬ জন জেলে। গতকাল রাত পর্যন্ত মাছ ধরে আজ ভোর রাতে হাতিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল ১০টায় ট্রলারটি দমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে পাশে থাকা এফবি ইয়ামিন চৌধুরী ট্রলারের লোকজন ১২ জনকে জীবিত উদ্ধার করেন। জোয়ারের পানির আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়ে। ট্রলারের ভেতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের লাশ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও দুই জেলে নিখোঁজ রয়েছে।