বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, চট্টগ্রামে ৪৪ হাজার টাকা জরিমানা 

চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসনের অভিযানে ২২টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে নেতৃত্ব দেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে নগরীর কোতোয়ালি থানা এলাকার সাগরিকা মার্কেট ও শুভ স্টিল, বাটা শো-রুমসহ আটটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনের নেতৃত্বে ৮টার পর বিদ্যুৎ অপচয়ের জন্য নগরীর বৈশাখী হোটেলকে ২ হাজার টাকা, মীম হাজি বিরিয়ানিকে ১ হাজার টাকা, শাহ সুন্দর স্টোরকে ১ হাজার টাকা, ফুলকলিকে ২ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৩ হাজার টাকা, হোটেল এবিপিকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে জামাল খান, কাজীর দেউড়ি ও খুলশি থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহনী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে গোধুলী বেলাকে ১ হাজার টাকা, ফলের দোকানে মালিক আবু বকরকে ৫শ' টাকা, আবুল কালামকে ১ হাজার টাকা ও ধাভাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টদের বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।