কক্সবাজার সৈকতে ভেসে আসা ডলফিনটি মারা গেছে

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতে ভেসে আসা ডলফিনটি মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে এটি মারা যায়। 

এর আগে দুপুরে ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতে আহত অবস্থায় ভেসে আসে ডলফিনটি। শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটিকে বিচকর্মীদের হেফাজতে রাখা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ডলফিনটিকে সুস্থ করে সাগরে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন কক্সবাজার বন বিভাগের দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলম।

তবে বিকাল ৪টার দিকে ডলফিনটি মারা গেছে বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার। 

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ডলফিন

তিনি বলেন, ‘ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ শরীফের নেতৃত্বে একদল বৈজ্ঞানিক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ডলফিনের শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে ডলফিনটি ইনস্টিটিউটের পরীক্ষাগারে নিয়ে আসা হয়। সেখানে মৃত্যু হয়। ডলফিনটি কেন মারা গেলো তার ময়নাতদন্ত হবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে। এটি সংরক্ষণ করা হবে।’

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ‘দুপুরে ইনানীর পাটুয়ারটেকের সমুদ্রসৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিচকর্মীদের পাঠানো হয়। পরে বিচকর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আবারও তীরে ফিরে আসে। পেট ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন আছে। যার কারণে দুর্বল হয়ে পড়ে এটি। বিকালে এটিকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগারে নেওয়া হলে মারা যায়।’