সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ৩ যুবক নিহত

সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

ফারুক খানের চাচাতো ভাই ফরিদ জানান, ‌ফারুক তিন বছর আগে ও তার ভাই পারভেজ ছয় মাস আগে সৌদি আরবে যান। তাইফ শহরে অ্যালুমিনিয়াম কোম্পানিতে কাজ করতেন তারা। কাসিম শহর থেকে তাইফ শহরে কাজে যাওয়ার সময় বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেট খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ জনের তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজন সেখানকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বলেন, ‌‘তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস ছয়েক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’