রাঙামাটিতে হরতাল স্থগিত

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও সাত দফা দাবিতে রাঙামাটিতে ডাকা ৩২ ঘণ্টার হরতাল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। 

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিত করায় মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

তিনি জানান, ভূমি কমিশনের সভা বাতিল ও আইন সংশোধনসহ সাত দফা দাবিতে রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল চলছিল। আজ দুপুরে ভূমি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিত করা হয়। এ কারণে এবং সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে ৩টা থেকে হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবীব আজম প্রমুখ।