কুমিল্লা বোর্ডে প্রথমদিনে আড়াই হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে দুই হাজার ৬৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় এক লাখ ৮৪ হাজার ৬৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ৮১ হাজার ৮১৩ জন। 

প্রথমদিন অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অনুপস্থিতির হার এক দশমিক পাঁচ শতাংশ। এটা স্বাভাবিক ঘটনা। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছয় জেলার ২৭৪টি পরীক্ষা কেন্দ্র থেকে কোনও প্রকার অভিযোগ আসেনি। বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।