র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এছাড়া নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় জানাতে পারেনি র‍্যাব ও পুলিশ। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীর পাড়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে  মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকায় একজনের লাশ ভেসে আসে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত বলা যাবে।