চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই জন ও এভারকেয়ার হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ডেঙ্গুতে মৃতদের একজন খুরশিদা বেগম (৭০)। তিনি ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজন শিউলি রাণী (৪০)। তিনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিলআরা বেগম (৫০)। 

চমেক হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর খুরশিদা বেগম নামের ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গু শনাক্ত হয়। একই দিন শিউলি রাণী নামে আরেক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত চার মাসে চট্টগ্রামে ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।