ইঞ্জিনে পাখি, ত্রুটি সারিয়ে গন্তব্যে উড়াল দিলো ২ প্লেন

অবশেষে গন্তব্যের উদ্দেশে উড়াল দিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুটি ফ্লাইট। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সময়ে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি ছেড়ে যায়।

এর মধ্যে দুবাই এয়ারওয়েজের ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে ১৮০ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে। আরেকটি মাস্কাটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এটি দুপুর ১টা ২০ মিনিটে ২৫৪ যাত্রী নিয়ে ওমানের মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলে, ‘দুবাই এয়ারওয়েজ প্লেনটি সচল করার জন্য শুক্রবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে চার জনের একটি প্রকৌশলী টিম চট্টগ্রামে আসেন। তারা চেষ্টা চালিয়ে এটিকে সচল করেন। অপরদিকে, বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল থেকে দীর্ঘ চেষ্টায় এটির ত্রুটি সারান। এরপর দুপুরে দুটি ফ্লাইট গন্তব্যে ছেড়ে যায়।’

এর আগে, বৃহস্পতিবার রাতে প্লেন দুটি উড্ডয়নের আগে ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টা করেও ত্রুটি সারাতে সক্ষম না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়।

উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘রাত ৮টা ২৬ মিনিটে ফ্লাই দুবাইয়ের প্লেনটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে অবতরণের পর চেকিংয়ের সময় ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টার পরও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। একই কারণে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এটিতে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। এই কারণে ওই ফ্লাইটেরও যাত্রা বাতিল করা হয়েছে। এই ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলেন। দুই ফ্লাইটের মোট ৪৩৪ যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিভিন্ন হোটেলে রেখেছে।’