X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দুবাই থেকে আসা বিমানের সিটের নিচ ও শৌচাগারে ৩৪ কেজি সোনা

সিলেট প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২১:০৯
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি ১৫ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ২৬ কোটি ৫০ লাখ টাকা। 
 
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২৪৮ ওসমানী বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। বিকালে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আব্দুর রউফ বলেন, ‘উদ্ধারকৃত সোনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। কাস্টমস অ্যাক্ট- ১৯৬৯-এর ধারা ২ (এস) অনুযায়ী চোরাচালানের অপরাধের ঘটনায় জড়িত থাকায় চার যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।’

দুবাই থেকে আসা বিমানের সিটের নিচ ও শৌচাগারে ৩৪ কেজি সোনা

আটককৃতরা হলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁদপুর গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মিশফা মিয়া (৪৭), একই উপজেলার আছকর মিয়ার ছেলে মো. আক্তারুজ্জামান (৪০), সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারের নবাগ গ্রামের ইরন মিয়ার ছেলে সানু মিয়া (৩৬) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম বরদমহল গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৮)। তাদের বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। সেইসঙ্গে তাদের ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২৪৮ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ চোরাচালানে জড়িত চার যাত্রীর সিটের নিচে তল্লাশি করে ১০টি সোনার বারের বান্ডেল পাওয়া যায়। একইসঙ্গে বিমানের শৌচাগার থেকে চারটি সোনার বারের বান্ডেল ও ছয়টি সোনার ডিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বান্ডেলের ওজন ৩২ কেজি ৬৫ গ্রাম। ছয়টি সোনার ডিমের ওজন দেড় কেজি।। সর্বমোট ৩৪ কেজি ১৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্য ২৬ কোটি ৫০ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘গত অর্থবছরে ৩৮৩ কেজি ১২৫ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চলতি অর্থবছরে (৮ ডিসেম্বর পর্যন্ত) মোট ৭৭ কেজি ৩২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।’

এদিকে, অভিযানের পরই ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম বলেছেন, ‘উদ্ধারকৃত সোনার মধ্যে ২৮০ পিস বার রয়েছে, যার ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এছাড়া ছয়টি সোনার ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন এক কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।’ তবে তার দেওয়া সোনার হিসাবের তথ্যের সঙ্গে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের দেওয়া হিসাবের মিল নেই কেন, তা জানতে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি সহকারী কমিশনার সাজেদুল করিম।

/এফআর/সিএ/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল