জেনারেটর দিয়ে চলছে শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম

জেনারেটর দিয়ে চলছে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম জেনারেটরের মাধ্যমে সচল রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ না থাকলেও আমাদের কার্যক্রমে কোনও সমস্যা হচ্ছে না। কারণ আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর আছে। পুরো বন্দর জেনারেটরের সাহায্যে আলোকিত। তাই বিদ্যুৎ না থাকলেও কোনও সমস্যা হচ্ছে না। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সব ধরনের কার্যক্রম।’

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের পর থেকে এখানে বিদ্যুৎ নেই। তবে বিমানবন্দরে জেনারেটর ব্যবস্থা রয়েছে। জেনারেটর দিয়ে সব ধরনের কাজ সারতে হচ্ছে আমাদের। এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। বিমানের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়নি।’

এই দুই প্রতিষ্ঠানের মতো জেলার সরকারি-বেসরকারি সব কার্যালয়ের কার্যক্রম চলছে জেনারেটরের মাধ্যমে। তবে যেসব প্রতিষ্ঠানে জেনারেটর নেই সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে।