চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রুবি আক্তার (৪২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে মারা যান।

একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন। সবাই বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, বৃহস্পতিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ জন। চলতি মাসের সাত দিনে (১ থেকে ৭ অক্টোবর) ২১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে চলতি বছর মোট ১১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে এক হাজার ২৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯২ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।