প্রকাশ্যে চলছে পাহাড় কাটা, প্রশাসন বলছে ‘জানে না’

বান্দরবা‌নের রুমা উপজেলার রুমা সাঙ্গু সরকারি ক‌লে‌জের সাম‌নে প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। গত বৃহস্প‌তিবার থে‌কে স্থানীয় প্রশাসন‌কে ‘ম্যানেজ ক‌রে’ এস্কেভেটর দি‌য়ে পাহাড়া কাটা চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রা‌জিব দা‌শের বিরু‌দ্ধে। তবে পাহাড় কাটার বিষয়ে কিছু জানে না বলছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্প‌তিবার থে‌কে রাজীব দাশ প্রকা‌শ্যে এস্কে‌ভেটর দি‌য়ে রুমা সদ‌রের সাঙ্গু ক‌লে‌জের সাম‌নে কাটছেন। কে‌টে ফেলা মা‌টি চড়া দা‌মে বি‌ক্রির উদ্দে‌শ্যে ক‌য়েক‌টি ট্রা‌কে ক‌রে নি‌য়ে যাওয়া হ‌চ্ছে অন্যত্র। রুমা সদ‌রে প্রবেশপথে প্রধান সড়‌কের পা‌শে প্রকা‌শ্যে পাহাড় কাট‌লেও নীরব ভূ‌মিকা পালন কর‌ছে স্থানীয় প্রশাসন।

কে‌টে ফেলা মা‌টি বি‌ক্রির উদ্দে‌শ্যে ক‌য়েক‌টি ট্রা‌কে ক‌রে নেওয়া হ‌চ্ছে অন্যত্র

স্থানীয় একা‌ধিক বা‌সিন্দা বলেন, পাহাড়ের জ‌মির মূল্য সমতল ভূমির তুলনায় অ‌নেকাং‌শে কম। তাই পাহাড়‌টি কে‌টে তারা মা‌টি বি‌ক্রি ক‌রে যেমন লাভবান হ‌চ্ছেন, তেম‌নি পাহাড়‌ কে‌টে সমতল ভূ‌মি‌তে প‌রিণত ক‌রে জ‌মির দামও বা‌ড়া‌চ্ছেন কয়েক গুণ।

পাহাড় কাটার বিষ‌য়ে জান‌তে চাইলে রাজীব দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়‌টি কে‌টে মা‌টিগুলো এলাকার উন্নয়ন কা‌জে ব্যবহার করা হ‌চ্ছে। এই পাহাড়ের মা‌লিক আমিসহ আরও কয়েকজন। পাহাড়‌ কে‌টে আমার তেমন কোনও লাভ নেই।’

প্রকাশ্যে পাহাড় কাটার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে বান্দরবান প‌রি‌বেশ অ‌ধিদফতরের সহকারী প‌রিচালক ফখর উদ্দিন চৌধুরী ব‌লেন, ‘আমি পাহাড় কাটার বিষয়ে কিছু জানি না। এ বিষ‌য়ে খোঁজ-খবর নি‌য়ে ব্যবস্থা নেওয়া হবে।’