টিসিবির ১৬ হাজার লিটার তেল প্রবাসীর বাড়িতে

চট্টগ্রামের ফটিকছড়িতে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে টিসিবির ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নেজাম উদ্দিনের বাড়ি থেকে এসব তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের টিসিবি পণ্যের ডিলার মুহাম্মদ আরিফ হোসেনের ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে তিনটি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে একটি ট্রাকের চালক মুহাম্মদ মিজান (৩০) ফোন বন্ধ করে গাড়িটি নির্দিষ্ট স্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যায়। চালকের সঙ্গে যোগাযোগ করতে না পেরে  ডিলার আরিফ হোসেন বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানান। তেলভর্তি ট্রাকের খোঁজ না পেয়ে  বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। শুক্রবার বিকালে পুলিশ ট্রাকচালক মুহাম্মদ মিজানকে গ্রেফতার করে।

তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযানে নামে। আজ দুপুরে মামলার বাদীকে সঙ্গে নিয়ে পুলিশ ফটিকছড়ির কাঞ্চন নগর এলাকায়  অভিযান পরিচালনা করে। সেখানে সৌদি প্রবাসী নেজাম উদ্দিনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই আবদুর রাজ্জাক জানান, জব্দ করা তেল টিসিবির পণ্য হিসেবে কন্টেইনারে করে ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল। তেলভর্তি তিনটি গাড়ির মধ্যে দুটি পরদিন গন্তব্যে পৌঁছালেও একটি ফটিকছড়ির কাঞ্চন নগরে চলে আসে। 

প্রবাসী নেজামের বড় বোন জানান, তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে বাড়িতে নিয়ে আসে। এসব তেল কোথায় থেকে আনা হয়েছে তা তিনি জানেন না।