বেশি দামে চিনি বিক্রি করায় জরিমানা

চট্টগ্রামে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নগরের পাহাড়তলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক দিদার হোসেন।

নাসরিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, আজ নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালানো হয়। সেখানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে চিনি বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।