নয়ন হত্যার জবাব পুলিশকে দিতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে নিহত ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের বাড়িসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নেতাকর্মীরা।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তারা বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে নয়নের বাড়িতে যান। এ সময় তারা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

সেখানে রুমিন ফারহানা বলেন, ‘সেদিন শান্তিপূর্ণভাবে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ করা হয়েছিল। কোনও ধরনের উসকানি ছিল না। এর মধ্যে কেন গুলি চালানো হলো? বাঞ্ছারামপুরে কেন ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করা হলো- পুলিশকে এর জবাব দিতে হবে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গুলি করে হত্যার পর মামলা না নিয়ে কেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা করা হলো এর জবাবও পুলিশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ সহ্য করে। তারা সহনশীল তবে ভুলে যায় না।’

রুমিন ফারহানা বলেন, ‘২০০৮ থেকে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতায় এসেছেন। এরপর থেকে বিনা ভোট কারচুপির মাধ্যমে মধ্যরাতে নির্বাচন করে নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে বসে আছেন। এর জবাব আপনাদের দিতে হবে।’

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা ২০১৪ সালে ও ২০১৮ সালে যেভাবে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে মধ্যরাতে ক্ষমতায় এসেছেন, মনে করবেন না ২০২৪ সালে সেটা আর পারবেন। ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে।’

তিনি কুমিল্লার মহাসমাবেশে সবাইকে পায়ে হেঁটে রিকশায় করে, ভ্যানে করে যে যেভাবে পারে যোগ দেওয়ার আহ্বান জানান। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।