শান্তির কুমিল্লায় অশান্তি করবেন না: এমপি বাহার

কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘সারা টাউন হলে একটা পোস্টার মেলা চলছে। যারা পোস্টার লাগিয়েছেন তাদের বলি, শান্তির কুমিল্লায় অশান্তি করবেন না। মিটিং করেন, ওয়েলকাম জানাবো। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আপনাদের বক্তব্য দেন, তাতে সমস্যা নেই। ১৩/১৪ সালে কিছু মানুষ মাঠে নেমেছিল অশান্তি করার জন্য। আমরা ডিকলারেশন দিয়েছি, অশান্তি হবে না, হয়নি। এখনও বলি, আপনারা সুন্দরভাবে সভা করেন। আমাদের কারও কোনও আপত্তি নেই। আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবেন না।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলা বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আব্দুল মান্নান, অধ্যক্ষ হাসান ইমান মজুমদার ফটিক, নারী নেত্রী পাপড়ি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন।