‘দেশের মানুষকে বাঁচাতে সবাই ১০ ডিসেম্বর ঢাকায় যাবেন’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘দেশ প্রেম ঈমানের অঙ্গ। যার ঈমান আছে সে দেশ বাঁচাতে যাবে। আমি জানি, আপনারা সবাই ১০ ডিসেম্বর দেশের স্বার্থে ও দেশের মানুষকে বাঁচাতে ঢাকায় যাবেন।’

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে এই কথা বলেন তিনি।

বুলু বলেন, ‘সরকার কী করছে? সরকার সাব ইঞ্জিনিয়ার, অফিস সহায়ক চুনোপুঁটিদের ধরছে। যারা রাঘব বোয়াল, যারা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে সরকার ও দুদক তাদের ধরে না। ধরে কাকে, যারা চুনোপুঁটি। তাদের কাছে কিচ্ছু নেই।’

তিনি বলেন, ‘সরকার কুইক রেন্টাল বিদ্যুতের নামেই লাখ লাখ কোটি টাকা লোপাট করেছে। এই যে দেখছেন, খন্দকার মোশাররফ হোসেন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) ১৯৯১ সনে ১৭টি গ্যাস কূপ করেছেন। এর পরে আর কেউ তো গ্যাস কূপ খনন করতে পারেনি। তারা কী করেছে? কমিশন কামাতে বিদেশ থেকে গ্যাস এনেছে। এই দেশের সাধারণ মানুষের টাকা লোপাট করে খেয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার সংকটই সৃষ্টি করেছে। উন্নয়নের কিছুই করতে পারেনি। সরকার জনগণের সাড়ে ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুট করতে করতে দেশ ও দেশের মানুষকে বাঁচার উপায় রাখেনি।’