X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা

কুমিল্লা প্রতিনিধি
১৮ মে ২০২৫, ০০:০০আপডেট : ১৮ মে ২০২৫, ০০:০০

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দিয়েছেন ছাত্রদলের সদ্যঘোষিত দক্ষিণ জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে ওই কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা কান্দিরপাড়ে মিছিল বের করেন। পরে বিএনপি কার্যালয়ের সামনে ‘অবৈধ কমিটি মানি না, মানবো না; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন পদবঞ্চিত ছাত্রনেতারা। এ সময় আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তারা।

পদবঞ্চিত কয়েকজন ছাত্রনেতার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৭ বছর পর গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক দুটি কমিটি করা হয়। ওই রাতেই দুই কমিটিতে পদবঞ্চিতরা ক্ষোভে ফুঁসে ওঠেন। নগরীর কান্দিরপাড়ে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন তারা। পূবালী চত্বরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। সদ্যঘোষিত কমিটির বিলুপ্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, বিগত ১৭ বছরে যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তা আমরা মানি না। কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয় করে যতক্ষণ নতুন কমিটি দেওয়া হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

মহানগর ছাত্রদলের সদ্যবিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ হয়। তবে বিএনপি কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা আমার জানা নেই। 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। সম্প্রতি আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। সেটিতে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।

মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মহসিন বলেন,‌ ‘১৭ বছর দলের অনেক নেতাকর্মী মারা গেছেন। এতে দলের কোনও ক্ষতি হয়নি। যারা ত্যাগী তারা কোনোকালেই মূল্যায়ন পান না। আমাদেরও একটা কলা দেবে দেবে এখনও বলছে। আজকের ঘটনা ছাত্রদলের পদবঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আর কিছু নয়।’

দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যোগ্য ও ত্যাগীদের দিয়ে কেন্দ্র আংশিক কমিটি ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করা হবে। শিগগরই পূর্ণাঙ্গ কমিটি করে পদবঞ্চিতদের মূল্যায়ন করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান
দক্ষিণ কোরিয়ায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন, উৎপাদন বন্ধ
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিনতিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
সর্বশেষ খবর
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত