ইটভাটার মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়

বান্দরবা‌নের থান‌চি‌ উপজেলার টিমং পাড়ায় ইটভাটার মা‌টির জন্য একটি পাহাড় কাটা হচ্ছে। ইতোম‌ধ্যে সুউচ্চ পাহাড়‌টির প্রায় দুই এক‌রের মতো জায়গা কে‌টে সমতল ভূ‌মি‌তে প‌রিণত করা হ‌য়ে‌ছে। আর এই পাহাড় কাটার অ‌ভি‌যোগ উঠে‌ছে অ‌বৈধ ইটভাটার মা‌লিক বিএন‌পি নেতা আনিসুর রহমান সুজ‌নের বিরু‌দ্ধে।

স‌রেজ‌মি‌ন দেখা গে‌ছে, থান‌চির টিমং পাড়ার প‌রে রাস্তার পা‌শে প্রকাশ্যে পাহাড়‌ কাটা হ‌চ্ছে। পাহা‌ড়ের কাটা মা‌টিগু‌লো স্তূপ আকা‌রে রাখা হ‌য়ে‌ছে। ট্রাক দি‌য়ে সেই মা‌টি নি‌য়ে যাওয়া হ‌চ্ছে ইটভাটায়।

স্থানীয়রা বলছেন, অ‌বৈধ ইটভাটার মা‌লিক আনিসুর রহমান সুজন ক‌য়েক বছর ধ‌রে রা‌তে-দি‌নে থান‌চিতে বিশাল পাহাড় কে‌টে মা‌টি ইটভাটায় ব্যবহার কর‌ছেন। শুধু পাহাড়ের মা‌টিই নয়, ইটভাটায় ইট পোড়া‌নোর জন্য সাবাড় করা হচ্ছে প্রাকৃ‌তিক বনাঞ্চ‌লের গাছ।

স্থানীয় বাসিন্দা সাগ্যচিং মারমা ব‌লেন, ‌‘থান‌চি‌তে এক‌টি মাত্র ইটভাটা রয়েছে। বিএন‌পি নেতা আনিসুর রহমান সুজন ভাটাটি নির্মাণ ক‌রেছেন। ইটভাটায় মা‌টির জন্য প্রতি‌দিন কাটা হ‌চ্ছে পাহাড়। টিমং পাড়ার পাহাড়‌টিও কাট‌ছেন তি‌নি।’

মা‌টি পরিবহ‌নের কা‌জে ব্যবহৃত ট্রাকের এক চালক ব‌লেন, ‘আমরা ইটভাটার মা‌লিক আনিসুর রহমান সুজ‌নের নি‌র্দেশে এখান থে‌কে মা‌টি নি‌চ্ছি।’

এ বিষয়ে আনিসুর রহমান সুজন ব‌লেন, ‘আমি থান‌চি‌তে ইটভাটার জন্য কোনও পাহাড় কা‌ট‌ছি না। যারা আমার নাম বল‌ছে, তারা মিথ্যা ব‌লে‌ছে।’

এদিকে পাহাড় কাটার বিষ‌য়ে কিছুই জা‌নেন না ব‌লে দাবি করেছেন বান্দরবান প‌রি‌বেশ অ‌ধিদফতরের সহকারী প‌রিচালক ফখর উদ্দিন চৌধুরী। তি‌নি ব‌লেন, ‘আমি ইটভাটার জন্য পাহাড় কাটার বিষ‌য়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’