ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির একদিনের মাথায় রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, নগরের ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা আঞ্জুমান আরাকে সোমবার চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে ৪১ জনের মৃত্যু হলো।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪১৩ জন।