সীমান্তে হত্যা বন্ধে উভয়পক্ষের আন্তরিকতার অভাব নেই: বিজিবিপ্রধান

সীমান্তে হত্যা বন্ধে আন্তরিকতার কোনও অভাব নেই বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। সোমবার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বিজিবি উত্তর-পূর্ব রিজিওন আয়োজিত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ডিজি পর্যায়ে (বিজিবি ও বিএসএফ) যখন আলোচনা করি, তখন বিস্তারিত আলোচনা হয়। সেক্টর কমান্ডার বা অন্য যেকোনও পর্যায়ে আলোচনা হয়, তখনও এই কথাগুলো বলি। সীমান্তে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, তা অনাকাঙ্ক্ষিত। আমরা সম্মিলিতভাবে এটা বন্ধ করবো। আমাদের উভয় বাহিনীর মধ্যে আন্তরিকতার কোনও অভাব নেই। আশা করি, এই বিষয়ে সামনে আরও ভালো ফল আসবে।’

সাকিল আহমেদ বলেন, ‘সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলমান আছে। আশা করি, নতুন বছরে সীমান্ত পরিস্থিতি আরও অনেক বেশি উন্নত হবে।’

এক প্রশ্নের জবাবে বিজিবিপ্রধান বলেন, ‘আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়। যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

এর আগে বিজিবিপ্রধান শীতকালীন প্রশিক্ষণ ও পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উত্তর পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ পিএসসিসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।