অগ্নিনির্বাপক সরঞ্জাম না থাকায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম না থাকায় চট্টগ্রাম নগরে অবস্থিত ইসহাক কনটেইনার ডিপোকে দুই লাখ টাকা এবং আদিলা অ্যাপারেলস লিমিটেড নামে অপর একটি পোশাক কারখানাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ইসহাক কনটেইনার ডিপোতে অভিযানে দেখা যায়, একটি পেট্টোল পাম্প রয়েছে। পাম্পটির কোনও অনুমোদন নেই। ডিপোতে কয়েক হাজার কনটেইনার থাকলেও ফায়ার এক্সটিংগুইসার ছিল মাত্র ৩৫০টি। অথচ প্রতিষ্ঠানটি ২২ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। ডিপোটি ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন বা বাস্তবায়ন কোনোটিই করেনি। এ কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে পেট্টোল পাম্পের অনুমোদনের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এরপর বাংলাবাজার দোভাষ ঘাটে অবস্থিত এলাকায় অবস্থিত আদিলা অ্যাপারেলস লি. নামে একটি পোশাক কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটিতে পর্যাপ্ত ফায়ার সেফটি প্লান ও ফায়ার এক্সটিংগুইসার, ভূ-গর্ভস্থ পানির ট্যাংক এবং বিকল্প এক্সিট প্ল্যান না থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।