ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে প্রাণ গেলো ২ জনের

কক্সবাজারের সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডার পর সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাডমিন্টন খেলা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলায় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত দুজন গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিক আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত করা হয়েছে।