জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে আরও দুজন গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড কাউন্সিলর অফিসের নির্ধারিত পাসওয়ার্ড হ্যাক করে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মনি দেবী ও মো. রাকিব হোসেন হিমেল। এ সময় তাদের কাছ থেকে দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি প্রিন্টার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ১১ নম্বর ( দক্ষিণ কাট্টলী) ওয়ার্ড কাউন্সিলর অফিসে এক নারী এসে জানতে পারেন, অবৈধভাবে সৃজন হওয়া ৪০৯টি জন্ম নিবন্ধন সনদের মধ্যে একটি তার। বিষয়টি বুধবার কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানোর পর বিকালে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মনি দেবীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইপিজেড এলাকার কম্পিউটার দোকানি মো. রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে চসিকের ১১ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী মো. রহিম উল্লাহ চৌধুরী বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। চসিকে জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে আরও চার জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।