চকলেটসহ ৫ জন গ্রেফতার

কুমিল্লায় ভারতীয় চকলেট, আতশবাজিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।     

গ্রেফতার ব্যক্তিরা হলেন–  কুমিল্লার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল (২৮), চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে আরমান (২৭), আদর্শ সদর উপজেলার শাসনগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে রনি হোসেন (২৬), একই গ্রামের মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল গ্রেফতার ব্যক্তিরা। তাদের কাছ থেকে পাঁচ লাখ ৩৭ হাজার ১০০টি আতশজবাজি, ১৮ হাজার চকলেট, ১৭ হাজার প্যাকেট মেহেদি, এক হাজার ২৮০ বোতল তেল এবং তিন হাজার ৫০০টি পাউডার উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।