বন্ধুকে হত্যা করে লাশ গুম, পুড়ে ফেললেন পোশাক ও আলামত

চাঁদপুরে নিখোঁজের চার দিন পর সোহেল বেপারি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইক্কার বাগানের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেলের বন্ধু শাহাদাত হোসেন (৩০) ও জাকির হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার ফজলু বেপারির ছেলে সোহেল বেপারি (৩০) গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। এ ঘটনায় রবিবার চাঁদপুর মডেল থানায় জিডি করেন তার স্ত্রী জোসনা বেগম। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেলের বন্ধু শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইক্কার বাগানের পাশ থেকে পুঁতে রাখা সোহেলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাহাদাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ১ ফেব্রুয়ারি রাতে মাদক কেনাবেচা নিয়ে সোহেলের সঙ্গে শাহাদাত, জাকির হোসেন, কাদের ও কাউসারের সঙ্গে বিরোধ দেখা দেয়। এই বিরোধে বাইক্কার বাগানে সোহেলের গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা। পরে সকদিরামপুর গ্রামের বড় পাটোয়ারী বাড়ির পেছনের জঙ্গলে মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখেন। হত্যার আলামত ধ্বংসের জন্য পরনের পোশাক ও গলায় ফাঁস দেওয়া রশি পুড়ে ফেলেন তারা।

ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেলের বন্ধু শাহাদাতকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। তারা সবাই মাদক সেবন ও ব্যবসায় জড়িত। মূলত মাদক বেচাকেনা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। সেইসঙ্গে হত্যার আলামত ধ্বংস করে ফেলেছে তারা।’