নকল সাবান-শ্যাম্পু জব্দ, চার লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে নকল সাবান-শ্যাম্পু তৈরির অভিযোগে ‘জে বি কেয়ার বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।  প্রতিষ্ঠানটির ম্যানেজার খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শাহ হাবিবুল্লাহ রোডের এই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কারখানার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, কমপক্ষে ১০ ধরনের ভেজাল প্রসাধনীসহ বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছিলে ‘জে বি কেয়ার বাংলাদেশ’ নামের কারখানায়। প্রতিষ্ঠানটির বিএসটিআইসহ সংশ্লিষ্ট দফতরের অনুমোদন নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছিল নকল প্রসাধনী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ধরা পড়ে।

তিনি আরও জানান, অভিযানে অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন নকল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় কারখানার ম্যানেজারসহ চারজনকে আটক করা। বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভেজালবিরোধী এ ধরনের অভিযান চলবে।’