ব্যাংক থেকে ১৬৫ কোটি টাকা নিয়ে ফেরত দেয়নি ইলিয়াস ব্রাদার্স গ্রুপ

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপ। এ ঘটনায় ঋণ খেলাপির অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলমসহ তার পরিবারের ১২ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা বাকি ১১ জন হলেন ইলিয়াস ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আমিন, চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমের স্ত্রী কামরুন নাহার বেগম, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ রাশেদুল আলম, ফাতেমা বেগম, তৈয়বা বেগম ও তাহেরা বেগম।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ইস্টার্ন ব্যাংক থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়েছে এমইবি গ্রুপ। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কয়েকটি নোটিশ সত্ত্বেও ঋণ পরিশোধ করেনি। তাই অর্থঋণ আদালত ব্যাংকের পক্ষে একটি আদেশ দেন এবং স্থানীয় থানাকে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।’

আদালত সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি আসামিরা। টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে অর্থঋণ আদালতে মামলা করেন। মামলা দায়েরের ১০ বছর পরেও কোনও টাকা পরিশোধ করেননি তারা। 

অপরদিকে, ব্যাংকের কাছে মরগেজ রাখা সম্পত্তির মালিকানা নিয়ে আসামিরা একে-অপরের বিরুদ্ধে মামলা করে জটিলতা সৃষ্টি করেছেন।