এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড’এবং ‘এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ’-এর জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় এ দুই প্রতিষ্ঠানের অনুকূলে থাকা বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংকটি। ইতোমধ্যে সোমবার পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এস আলম গ্রুপের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের কাছে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৩ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৬৭১ টাকা। অপরদিকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৭৭৭ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৮৯৯ টাকা।
নিলামে তোলার বিষয়টি নিশ্চিত করেন জনতা ব্যাংক সাধারণ বীমা ভবন করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (ইনচার্জ) বাদল কান্তি দাস।
জনতা ব্যাংক সূত্র জানিয়েছে, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের অনুকূলে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি এস আলম গ্রুপ। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ঋণ গ্রহীতার কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ৩ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৬৭১ টাকা। এসব ঋণের বিপরীতে ২ হাজার ৯৭১ দশমিক ২৭ শতাংশ জমি বন্ধক রয়েছে ব্যাংকের কাছে। বন্ধকে থাকা জমি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঋণের জামানত স্বরূপ ব্যাংকের অনুকূলে বন্ধককৃত তফসিলভুক্ত সম্পত্তি বিক্রির ক্ষমতা প্রদান করায় অর্থঋণ আদালত আইন-২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী ওই সম্পত্তি নিলামে বিক্রি করা আবশ্যক হয়ে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে ঋণ সমন্বয়কল্পে (যেখানে যে অবস্থায় আছে ভিত্তিতে) বন্ধকি তফসিলভুক্ত সম্পত্তি আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।
অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে নেওয়া ঋণ যথাসময়ে পরিশোধ না করায় খেলাপিতে পরিণত হয়। সাময়িক হিসাব অনুযায়ী চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে এক হাজার ৭৭৭ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৮৯৯ টাকা পাওনা। এসব খেলাপি ঋণ পরিশোধ নিতে ২ হাজার ৬৮৮ দশমিক ৬৬ শতাংশ জমি নিলামে তুলছে জনতা ব্যাংক। ইতোমধ্যে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক।
এর আগে জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছিল। এক হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গত ২০ নভেম্বর গ্রুপটির এক হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়; সেই শাখাতেই নিলাম ডাকা হয়েছিল।
জনতা ব্যাংক সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। ১০ হাজার ১০০ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক।