ফেনীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

ফেনীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান নুরুল আবসারসহ ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ।

এ সময় তিনি জানান, চোর চক্রটি গত দুই মাসে প্রায় ৪৫টি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। চক্রটি একাধিক সময়ে রাজধানীর পাঠাও এবং উবার চালকদের সঙ্গে ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ে আসে। একপর্যায়ে কৌশলে মোটরসাইকেলটি ছিনতাই করে কোম্পানীগঞ্জের একটি গ্যারেজে জমা রেখে সেখান থেকে বিক্রয় করে দেয়।

পুলিশ সুপার আরও জানান, ২০ জন মোটরসাইকেল মালিকের অভিযোগ দাগনভূঞা থানায় জমা পড়লে নড়েচড়ে বসে পুলিশ। এ ব্যাপারে তারা ব্যাপক তদন্ত করে। তদন্ত শেষে চোর চক্রের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

চোর চক্রের সদস্যরা হলেন-নোয়াখালীর সেনবাগ উপজেলার নুর নবীর ছেলে নুরুল আফসার, কোম্পানীগঞ্জ উপজেলার মফিজুল হকের ছেলে মোহাম্মদ ওমর ফারুক, কবিরহাট উপজেলার আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ রহমতউল্লাহ (প্রকাশ রায়হান), কোম্পানীগঞ্জ উপজেলার মো. সেলিমের ছেলে মোহাম্মদ রাকিব এবং দাগনভূঞা উপজেলার নুরুল আলমের ছেলে নুরুল ইসলাম সুমন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানিয়েছেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।