‘ধর্মের কথাগুলো সঠিকভাবে তুলে ধরেন, তাহলে সাম্প্রদায়িক হামলা কমে যাবে’

প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা আছে উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘যারা বিভিন্ন ধর্মের দায়িত্ব পালন করেন, তারা ধর্মের কথাগুলো সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরেন। তাহলে দেশে সাম্প্রদায়িক হামলা কমে যাবে। সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে সুন্দরভাবে গড়তে চাই।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।

সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘৩৬ বছরে যা উন্নয়ন হয়নি, গত ১৪ বছরে তার চেয়ে বেশি হয়েছে। জনগণ যদি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়, তাহলে অবশ্যই আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন বলেন, ‘নাসিরনগরের মানুষ সাম্প্রদায়িক নন, সেটি যুগে যুগে প্রমাণ করেছেন। এখানকার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ।’

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজ্জামেল হক, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান রহমান ও বিভিন্ন ধর্মের সাধারণ মানুষ। এর আগে প্রতিমন্ত্রী উপজেলায় নিমাণার্ধীন মডেল মসজিদ পরিদর্শন করেন।