X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬

ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও তার পরিবারকে ইঙ্গিত করে তাদের অতীত রাজনীতি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতার দাবি, ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতার নাম সোবাহান সোহান নাজমুল। তিনি ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের বিভাগীয় উপসম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বহিষ্কারের বিষয়টির সত্যতা স্বীকার করেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন শাখার বিভাগীয় উপসম্পাদক সোবাহান সোহান নাজমুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এ ছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের বিভাগীয় উপসম্পাদক পদ থেকে সদ্য বহিষ্কৃত সোবাহান সোহান নাজমুল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে বহিষ্কার করা হয়নি। আমি ফেসবুকে কারোর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করিনি। যেটা বাস্তব, সেটাই ফেসবুকে লিখেছি। মূলত সত্য জানার জন্যই ফেসবুকে ওই মন্তব্য করেছি। এটাতে আমার দোষের কিছু দেখছি না।'

নাজমুল আরও বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনও কিছু করিনি। তবে বহিষ্কার বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হয়ে দলের কাজ করে যাবো।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘গত শুক্রবার (৮ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল অতীতে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার বাবা উপজেলার পলবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত হাবিবুর রহমান খানকে ইঙ্গিত করে ছাত্রলীগ নেতা সোবাহান সোহান নাজমুল তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য পোস্ট দেয়। এটা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাজমুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিন জনকে সাজা
পরীক্ষায় বাড়তি সময় না দেওয়ায় পরিদর্শককে মারধর ছাত্রদল নেতার, দিলেন হত্যার হুমকি
এইচএস‌সির প্রথম‌দি‌নে কু‌ড়িগ্রা‌মে অনুপস্থিত তিন শতা‌ধিক, দুজন ব‌হিষ্কার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক