মদপানরত অবস্থায় আটক দুজনকে কারাদণ্ড

চট্টগ্রামের মীরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটার দায়ে একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভিন্ন স্থানে মদ্যপানরত অবস্থায় মোস্তফা (৫২) ও আবুল কাশেম (৫৫) নামের দুজনকে আটক করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আটক মোস্তফা উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের ছেলে এবং আবুল কাশেম মীরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকার মৃত মনসুর আহামদের ছেলে। এ সময় মোস্তফাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা এবং আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পাহাড় কাটার অভিযান করতে গেলে ভিন্ন স্থানে দুজনকে মাদক পান করতে দেখা যায়। এ সময় তাদের আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, দুজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের গ্রেফতারি পরোয়ানার জন্য রবিবার চট্টগ্রাম আদালতে তোলা হবে।