১০ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধারে পুলিশ তৎপর নয় বলে অভিযোগ

চট্টগ্রামে ১০ দিন ধরে খোঁজ মিলছে না মো. রহিম উল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ীর। তিনি নগরীর আকবর শাহ থানাধীন ৩ নম্বর সিডিএ আবাসিক এলাকার রহমান ভিলার বাসিন্দা। এ ঘটনায় নগরীর আকবর শাহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনও তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন নিখোঁজের স্ত্রী ফারজানা রহমান। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন তিনি।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৫ মার্চ দুপুর ১২টায় আকবর শাহ থানাধীন ১০ নম্বর উত্তর কাট্টলী এলাকা থেকে আমার স্বামী নিখোঁজ হন। আমার স্বামীর কাছে থাকা দুটি মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। এ ঘটনায় ৬ মার্চ আকবর শাহ থানায় জিডি করা হয়। কিন্তু পুলিশ তাকে উদ্ধারে কোনও তৎপরতা দেখাচ্ছে না। আমার স্বামীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

ফারজানা জানান, রহিম উল্লাহ ২০ বছর ধরে আকবর শাহ থানাধীন পাকা রাস্তার মাথা এলাকায় মেসার্স রহিম ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।  

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কাজ করছি। কখন, কোথায় থেকে রহিম উল্লাহ নিখোঁজ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’