হানিফ পরিবহনের কক্সবাজারগামী বাসে আগুন

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। যদিও অগ্নিকাণ্ডে বাসের কোনও যাত্রী আহত বা নিহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের নন্দনকানন এলাকার সিনিয়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার হানিফ পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে নন্দন কানন ফায়ার স্টেশনের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান, পুড়ে যাওয়া বাসটি নতুন ব্রিজ এলাকায় স্টেশনে দাঁড়ানো ছিল। কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সেখান থেকে যাত্রী নিচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসে যাত্রী কম ছিল। যে কারণে দ্রত সব যাত্রী নেমে যায়। গাড়িটির ব্যাটারিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।